আজ জাহিদ হাসানের ‘নার্ভাস ব্রেক ডাউন’
প্রকাশিত : ১০:১০, ২৫ আগস্ট ২০১৮
এককালের জমিদারের উত্তরসূরি এখলাস হোসেন একমাত্র পুত্র হাসনাতকে কঠিন নিয়মকানুন ও অনুশাসনের মধ্য দিয়ে বড় করেছেন। বাবার আদেশ অনুযায়ী হাসনাতকে প্রত্যেক পরীক্ষায় প্রথম হতে হতো। এ নিয়মের মধ্যে হাসনাতের মধ্যে পরীক্ষা ভীতি তৈরি হয়; তৈরি হয় এক ধরনের নার্ভাস ব্রেক ড্রাউন। বাবার মৃত্যুর খবরে ঢাকা থেকে হাসনাত গ্রামে আসে। মৃত বাবাকে ধরে কান্নাকাটির সময় বাবা উঠে বসেন। তিনি ছেলের বিয়ের আয়োজন করেন। রাতে সুযোগ বুঝে হাসনাত পালিয়ে যায়। ঘটনাক্রমে আশ্রয় নেয় একটি বাড়িতে। এভাবে এগিয়ে চলে ঈদের নাটক ‘নার্ভাস ব্রেক ডাউন’।
শৌর্য দীপ্ত সূর্যের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। এটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।
নাটকটি আজ রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
এসএ/