ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাদামাটা আনুশকার ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মার দুটি ছবি ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্য স্যোশাল মিডিয়ায় ছবি দুটি নিয়ে চলছে গুঞ্জন।

বরুণ ধবন ও আনুশকা শর্মার আগামী সিনেমা ‘সুই ধাগা’র স্টিল দিয়ে তৈরি হয়েছে নানা মিম। মূলত দু’টি ছবি। একটি আনুশকার হাস্যমুখের ছবি। অন্যটি আনুশকার বসে থাকার ছবি। বসে থাকার ছবিটিতে গ্রাম্য ছাপ রয়েছে।

দুটি ছবিকেই নানা দৃশ্যের সঙ্গে মিলিয়ে দেখানো হয়েছে। কখনো মাঠে ফিল্ডিংরত কোহলির পাশে বাউন্ডারির কাছে। কখনো কোনো চায়ের দোকানের পাশে। কখনো ট্রাম্প ও থেরেসা মেসহ অন্যান্য দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে। এমনকি ‘মারিও ব্রাদার্স’-এর মতো জনপ্রিয় গেমের মধ্যেও আনুশকাকে দেখা গেছে।

উল্লেখ্য, ভারতের বুনন-শিল্পী ও পোশাক কর্মীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার বেরিয়েছে।

গল্পের প্রয়োজনে এ সিনেমাতে ব্লাউজ, শার্ট ও প্যান্ট সেলাই করা শিখেছেন বরুণ ধাওয়ান। এছাড়াও আনুশকাকে একেবারেই সাদামাটা বুনন-শিল্পীর চরিত্রে দেখা যাবে, যেখানে তার নাম মমতা। আনুশকার সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ানকে, নাম মউজি। তিনিও দর্জির চরিত্রে অভিনয় করেছেন।

আত্মনির্ভরশীলতা আর গৌরব নিয়েই রচিত হয়েছে সিনেমাটির কাহিনী। সিনেমাতে বরুণ ও আনুশকা একটি ছোট শহরে বসবাসরত দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। বরুণ দর্জির কাজ করেন, আনুশকা জামায় এমব্রয়ডারির মাধ্যমে নানা নকশা ফুটিয়ে তোলেন।

বেকার সাধারণ গৃহবধূর আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার ভ্রমণ এ সিনেমাতে দেখবেন দর্শক। 
সূত্র : এবেলা
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি