ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিয়ের সাজে নগ্ন ছবি, ফোটোগ্রাফারকে হত্যার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৫ আগস্ট ২০১৮

মাথায় মুকুট। কপালে বড় করে সিঁদুরের টিপ। বাঁ হাতে জোড়া পানপাতা। তাতে মুখের নীচের অংশটুকু ঢাকা পড়েছে। ডান হাতে লক্ষ্মীর গাছকৌটো। খোলা চুলটা সামনের দিকে নামিয়ে দেওয়া। এ যেনো বিয়ের কনে। কিন্তু বিয়ের সাজে ওই তরুণী একেবারেই নগ্ন। পানপাতা ধরা হাত এবং ডান দিকে পাতিয়ে দেওয়া চুল ঢেকেছে বুক। লক্ষ্মীর গাছকৌটো দিয়ে আড়াল করে রাখা হয়েছে যৌনাঙ্গ।

ফেসবুক-সহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় এই ছবি এখন ভাইরাল। কিন্তু, এর পেছনে আরও একটা গল্প তৈরি হয়েছে। যে পেশাদার আলোকচিত্রী ওই ছবিটি তুলেছিলেন, তাকে এখন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নিজেদের কট্টর হিন্দুত্ববাদী পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়াতেই এক দল যুবক ওই সব হুমকি দিচ্ছেন। প্রাণের ভয়ে শেষ পর্যন্ত শুক্রবার সকালে পাটুলির বাসিন্দা প্রীতম মিত্র নামে ওই আলোকচিত্রী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানাতে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
প্রীতমের একটি সংস্থা রয়েছে, কাজ মূলত বিয়ের ছবি তোলা। গত চার বছর ধরে পেশাগত ভাবেই ওই সংস্থাটি চালাচ্ছেন তিনি। তবে বিতর্কিত এই ছবিটি প্রীতমই তার এক বন্ধুর সংস্থার হয়ে তুলেছিলেন।
প্রীতম বলেন, ‘গত ২১ অগস্ট পেশাদার এক মডেলেরওই ছবিটা আমি তুলেছিলাম। ক্যামেরিনা নামে একটি গ্রুপে ছবিটা পোস্ট করেছিলাম। মুছেও দিয়েছিলাম মিনিট দশেকের মধ্যে। কিন্তু তার মধ্যেই কেউ হয়তো সেখান থেকে ছবিটা নিয়ে ছড়িয়ে দেয়।’

সেই ছবি ক’দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিটিতে আলোকচিত্রী হিসাবে প্রীতম মিত্রের নামও রয়েছে। এর পরেই প্রীতম ট্রোলড হতে থাকেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের হিন্দুত্ববাদী পরিচয় দিয়ে এক দল যুবক প্রথমে কটূক্তি করা শুরু করেন ওই আলোকচিত্রীকে। তাদের কয়েক জন তাকে প্রাণনাশের হুমকিও দিতে থাকেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি