ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুজব নয় বাস্তব

সত্যিই মা হচ্ছেন নেহা ধুপিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে গুজবই সত্য হলো। সমালোচকদের কথাই সঠিক হলো। মা হতে যাচ্ছেন নেহা ধুপিয়া। আর সন্তানসম্ভবা হওয়ার কারণেই তরিঘরি অঙ্গদ বেদীর সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী। এমন গুঞ্জন বহুদিন ধরেই বলিউডে শোনা যাচ্ছিল। এবিষয়ে নেহা চুপ থাকলেও অঙ্গদ বেদী প্রথম থেকেই বিষয়টি অস্বীকার করে আসছিলেন। এমনকি তার সম্প্রতি মুক্তি প্রাপ্ত সিনেমা ‘সুরমা’র প্রমোশনে গিয়েও বিষয়টি পুরোপুরি ভুল বলে দাবি করেন অঙ্গদ। তবে বিভিন্ন অনুষ্ঠানে নেহার ঢিলে ঢালা পোশাক পরে উপস্থিতি, তার চেহারার পরিবর্তন দেখে কারোর আর বুঝতে বাকি ছিল না।

অবশেষে নিজের মা হতে চলার খবর প্রকাশ্যে স্বীকার করে নিলেন নেহা ধুপিয়া। হাবি অঙ্গদের সঙ্গে তার বেবি বাম্পের ছবি পোস্ট করে নেহা ক্যাপশানে লিখেছেন, ‘Here is new begining’।

আর অঙ্গদ তার সোশ্যাল সাইটে লিখেছেন- ‘Now rumor is true’।

অথচ, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারেও অঙ্গদ বেদীকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সেসময় বলেছিলেন, ‘না এধরনের কোনও বিষয়ই নয়। আমরা যেদিন থেকে বিয়ে করেছি, তখন থেকেই এধরনের আলোচনা শুরু হয়েছে। আদপে এধরনের কোনও বিষয়ই নয়। মানুষ তাদের নিজেদের ইচ্ছে মত গুজব ছড়াচ্ছে।’

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি