তৌসিফ-তিশার ‘ছোট গল্পের শেষ পৃষ্ঠা’
প্রকাশিত : ১১:৫৮, ২৫ আগস্ট ২০১৮
জারিফ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অনিয়মিত ছাত্রদের একজন। তার ক্লাস বেশিরভাগ সময় চলে ক্যাম্পাসের আশপাশের আড্ডায়। বন্ধু জনিকে নিয়ে দিনভর ঘোরাঘুরি আর আড্ডাবাজি করেই তার বেশ কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন ভার্সিটির মাঠে এক মেয়ের সুরেলা কণ্ঠে আটকা পড়ে জারিফ, চর্কিবাজি থেমে উল্টো দিকে ঘুরতে শুরু করে। মেয়েটির নাম নিশু। শান্ত ও চুপচাপ স্বভাবের। তাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে জারিফ। বন্ধু জনির নানা পরামর্শে এগোতে গিয়েও বারবার সাহসের অভাবে কথা বলতে পারে না। এমনই গল্প নিয়ে নির্মণ করা হয়েছে ঈদের নাটক ‘ছোট গল্পের শেষ পৃষ্ঠা’।
নাটকটিতে অভিনয় করেছেন তানজিন তিশা। এটি রচনা করেছেন রিফাত আদনান পাপন ও পরিচালনা করেছেন রাহাত মাহমুদ।
নাটকটিতে নিশু চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও জারিফ চরিত্রে দেখা যাবে তৌসিফকে। এটি আজ রাত ১০টা ৩০ মিনিটে এসএ টিভিতে প্রচার হবে।
এসএ/