ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসতে ভালোবাসেন, হাসাতেও....

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড পাড়ায় শাড়ির আঁচল বেঁধে যিনি হাসি উপহার দেন, তারই ছবি মুক্তি পাচ্ছে আগামীকাল। একবার ভাবুনতো কে এই অভিনেত্রী। হ্যা ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন স্বয়ং সোনাক্ষি সিনহা। তবে তিনি যে শুধু নিজেই হাসেন না, অন্যদেরও হাসাতে পছন্দ করেন।

আগামীকাল মুক্তি পাচ্ছে কমেডি ছবি ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। ছবির প্রচারণায় গিয়ে সোনাক্ষি বলেন, আমি হাসতে ভালোবাসি, অন্যদের হাসাতেও ভালোবাসি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষি সিনহা বলেন, ‘গত দুই বছর ধরে আমি ফোর্স-২ ও আকিরার মতো সিরিয়াস ধারার ছবিতে কাজ করেছি। রাউডি রাঠোর, সন অব সরদার ও অন্য ছবিগুলো জনপ্রিয় ধারার, একইসঙ্গে কমেডিও।’

সোনাক্ষি বলেন, ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ প্রথম ছবি, যেটি নির্ভেজাল কমেডির। আমি সত্যিই এটা উপভোগ করেছি। স্বভাবগতভাবে আমি হাসতে ভালোবাসি, হাসাতেও ভালোবাসি। আমি হঠাৎ করে দু’এক লাইন বলে ফেলি, যা শুনে সবাই হেসে ওঠে। তাই অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য সহজ।

ছবিটি ‘হ্যাপি ভাগ জায়েগি’র সিক্যুয়েল। সিক্যুয়েল ছবিতে অভিনয় নিয়ে জানতে চাওয়া হলে সোনাক্ষি বলেন, এর আগেও তিনি সিক্যুয়েল ছবিতে কাজ করেছেন। এটা তাঁর কাছে একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি