ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিচারিকার বিয়েতে হাসিমুখে হাজির আলিয়া  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ২৫ আগস্ট ২০১৮ | আপডেট: ২২:৪৬, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা চোপড়া নিক ও জোনাসের। তাদের বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট, রণবীরের সঙ্গে সেজেগুজে হাজির হয়েছিলেন সোনম কাপুরের বিয়েতেও। তবে সেজেগুজে বাড়ির পরিচারিকার বিয়েতে কোনও বলিউড তারকা হাজির হয়েছেন এমন উদাহরণ সচরাচর দেখা যায় না।  

সম্প্রতি, একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক নববধূকে একহাতে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। পাশে রয়েছেন তাঁর নববধূর বরও। জানা যাচ্ছে, এই মহিলা নাকি আলিয়ার বাড়ির পরিচারিকা। তবে এই মহিলার নাম কী তা অবশ্য জানা যায়নি। ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটি বেশ পুরনো। কারণ ছবিটি আলিয়ার কিছুটা কম বয়সের ছবি বলেই মনে হচ্ছে। আর এতে ওই মহিলাকে জড়িয়ে ধরে আলিয়া যেভাবে দাঁড়িয়ে রয়েছেন তা নিঃসন্দহে প্রশংসনীয়। সাধারণত, কোনও বলিউড তারকাকেই এভাবে তাঁর বাড়ির কাজের লোকের সঙ্গে ছবি তুলতে বা তাঁর বিয়ের অনুষ্ঠানে এভাবে হাজির হতে দেখা যায় না।   

প্রসঙ্গত, এই মুহূর্তে আলিয়া অয়ন মুখোপাধ্যায় পরিচালিত `ব্রহ্মস্ত্র` ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর সঙ্গে `ব্রহ্মস্ত্র` ছবিতে দেখা যাবে তাঁর প্রেমিক রণবীর কাপুরকে। পাশাপাশি অমিতাভ বচ্চনের মতো তারকাকেও দেখা যাবে এই ছবিতে। `ব্রহ্মস্ত্র` ছাড়াও রণবীর সিংয়ের বিপরীতে আলিয়ার `গলি বয়` ছবিটিও এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। শোনা যাচ্ছে ২০১৯ এর ভ্যালেন্টাইনস ডের দিন মুক্তি পেতে পারে ছবিটি।

এদিকে আগামী বছরই আলিয়া নাকি নিজেও তাঁর প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিয়েটা সেরে ফেলতে পারেন বলেও শোনা যাচ্ছে। মেয়ের ব্যক্তিগত এই সিদ্ধান্তে বাবা মহেশ ভাটেরও যে কোনও আপত্তি নেই তা তিনিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি