ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একতা শাহরুখকে বললেন ‘আই লভ ইউ স্যার’! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

টেলিভিশন তাঁর ধ্যান জ্ঞান। বহু জনপ্রিয় ধারাবাহিক তৈরি করেছেন তিনি। বহু প্রেমের জন্ম হয়েছে তাঁর কলমের আঁচড়ে। বহু জুটির বিয়েও দিয়েছেন চিত্রনাট্যের খেলায়। কিন্তু ব্যক্তি জীবনে এখনও সিঙ্গল। তিনি একতা কাপূর।

এ হেন একতাকে যখন শাহরুখ খান প্রশ্ন করেন, ‘তোর জীবনে নতুন কিছু আছে? নতুন কোনও প্রেম? আমাকে বলতে পারিস।’ তখন তো কৌতূহল তৈরি হয় বৈকি! কিন্তু একতাকে এ কথা কেন বললেন শাহরুখ? তার উত্তরে আবার একতা বলছেন, ‘আই লভ ইউ স্যার!’ 

ঠিক এই জায়গাতেই আরও বেশি কৌতূহল তৈরি হয়েছে সোশ্যাল অডিয়েন্সের। কারণ শাহরুখের সঙ্গে এ হেন কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর হঠাত্ই তা ডিলিট করে দিয়েছেন একতা। কেন এ কাজ করলেন, তার কোনও ব্যখ্যাও দেননি তিনি।   

এই ঘটনার পর একতাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে নতুন জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’-এর সিক্যুয়েল ‘কসৌটি জিন্দেগি কি ২’ শুরু করবেন একতা। তার প্রোমো নাকি শুট করেছেন শাহরুখ খানের সঙ্গে। ভুলবশত সেই প্রোমোই কোনও ভাবে শেয়ার হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি