ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে যা বললেন মহেশ ভাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আলিয়া ভাট ও রণবীর কাপুরের সম্পর্কের বিষয়টা বলিউডের আর কারো অজানা নেই। বলিউডের অন্য কোনও যুগলদের মতো আলিয়া-রণবীরও তাদের সম্পর্ক বিষয়টা কখনওই অস্বীকার করেননি। তবে তারা যে তাদের সম্পর্কের বিষয়ে সারাক্ষণ আলোচনা পছন্দ করছেন না তাও একবার ঠারে ঠরে বুঝিয়ে দিয়েছিলেন আলিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও একবার স্পষ্ট করলেন আলিয়া ‘সিঙ্গল’ নন। এদিকে রণবীরকেও তার বিয়ের পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি পরিকল্পনা করে বিয়ে করার পক্ষপাতী নন, এটা যখন হওয়ার হয়েই যাবে।
তবে রণবীর-আলিয়া যাই বলুক না কেন, মেয়ের বিয়ের বিষয়ে কোনও আপত্তি নেই আলিয়ার বাবা মহেশ ভাটের। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মহেশ ভাট। সঙ্গে ছিলেন তার (অভিনেত্রী ও পরচালক) মেয়ে পূজা ভাট। সেখানেই আলিয়াকে নিয়ে মহেশ ভাটকে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকরা। আলিয়ার বিষয়ে মহেশ ভাট বলেন, ‘আলিয়ার জন্য আমাদের গর্ব হয়। ও আমায় ওর কাজ দিয়ে স্তম্ভিত করেছে। ও ভীষণই প্রতিভাবান। ওর কাছে সিনেমাই সর্বক্ষণের ধ্যানজ্ঞান। ওর পছন্দের বিষয়েও আমি স্তম্ভিত। ও যেভাবে সিনেমা বাছাই করে তাতে আমি অবাক। আমি ওর কাজে বাবা হিসাবে গর্বিত। ও যে কাজটাই করে নিজের থেকে করে।’

মহেশ ভাট বলেন, ‘আমি ওকে সবসময় পরামর্শ দি যে তুমি ভালো কাজ করছে। সাফল্য পাচ্ছ প্রশংসা হবে, তবে এই কাজে যদি একটা দাগ পরে তাহলেই সমস্যা। তোমাকে এখনও অনেক দূর যেতে হবে। কারণ, আমি মনে করি, মানুষ যদি নিজের ক্ষমতাকে ভগবান প্রদত্ত মনে করতে শুরু করে তখনই পতনের শুরু হয়ে যায়। ও (আলিয়া) সত্যিই ভালো, তবে ওর থেকেও অনেক ভালো, যোগ্য লোক রয়েছে। তাই ওর সব সময় চোখ কান খোলা রাখা উচিত।’

রণবীরকি আলিয়াকে পরের বছরই বিয়ে করছে এবিষয়ে প্রশ্ন করা হলে মহেশ ভাট বলেন, ‘আমি কোনওদিনই আমার সন্তানদের ব্যক্তিগত জীবনে মাথা ঘামাই না। তারা প্রত্যেকেই বড় হয়েছে, তাদের বিচার ক্ষমতা রয়েছে। আমি জনসমক্ষে সেবিষয়ে কথা বলে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে ছোট ও তুচ্ছ করে দিতে চাই না। তারা যদি নিজেরা এবিষয়ে কথা বলতে চান, বা চুপ থাকতে চায়, এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।’

সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি