ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানি লিওনকে দেখতে গিয়ে পদপিষ্ট মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শপিং মল ভর্তি লোকজন। কেনাকাটা, সিনেমা দেখা, ফুডকোর্টে আড্ডা সবই ঠিকঠাক চলছিলো। হঠাৎ শোনা যায় হইচই। কারণ শপিং মলে প্রবেশ করেছেন অভিনেত্রী সানি লিওনি। শপিং মলের চারিদিক থেকে ছুটে আসে মানুষ। এক ঝলক সানিকে দেখা, তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা। সানি লিওন ওই শপিং মলে নিজের কসমেটিক ব্র্যান্ড ‘স্টারস্ট্রাক’র নতুন কালেকশন লঞ্চ করার জন্য উপস্থিত হয়েছিলেন।

যদিও সানি লিওনের কারণে অনেকটা জায়গা ফাঁকা রেখে তবেই ব্যারিকেড লাগানো হয়েছিল। যাতে মলের লোকজন টপকে এদিকে না আসতে পারে। সানি লিওনকে দেখতে হলে সেই ব্যারিকেডের ওপার থেকেই দেখতে হবে। কিন্তু চোখের সামনেই সানি থাকলেও তার সঙ্গে হাত মেলাবার আশায় ব্যারিকেড ঠেলে, নিরাপত্তারক্ষীদের তোয়াক্কা না করেই ধাক্কা দিয়ে এগিয়ে আসে লোকজন। পরিস্থিতি তখন ভিন্ন দিকে মোড় নেয়।

সানি নিজেই মাইক নিয়ে বলতে শুরু করেন, ‘প্লিজ তোমরা সবাই সাবধানে দাঁড়াও। আমি এখানেই আছি।’

তাতে কান দেননি ভক্তরা। ঠেলাঠেলির মধ্যে ঘটে যায় অঘটন। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সানিকে দেখার জন্য পদপিষ্ট হয়েছেন অনেকে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি