ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেবি বাম্প নিয়ে র‌্যাম্প মাতালেন নেহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রথা ভেঙে বলিউডে নতুন ধারা চালু করেছিলেন কারিনা কাপুর। প্রেগন্যান্ট হওয়ার পর ঘরের চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি না রেখে বেবি বাম্প নিয়েই একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্প ওয়াক করেন তিনি। কারিনার সেই ব়্যাম্প ওয়াকের প্রসংসা করেছেন অনেকেই।

এবার কারিনা কাপুর খানের মতো বেবি বাম্প নিয়ে ল্যাকমে ফ্যাশন উইকে হাঁটলেন হবু মা নেহা ধুপিয়া। স্বামী অঙ্গদ বেদীর হাত ধরে ব়্যাম্প মাতান তিনি। ডিজাইনার পায়েল সিংহলের ড্রেস পড়েছিলেন নেহা। বলিউড অভিনেত্রীর পোশাক, তার মেকআপ নজর কেড়েছে সবার। পায়েল সিংহলের ড্রেসে বেশ সুন্দরী ও গ্ল্যামারাস লাগছিল তাকে। অঙ্গদকে তার পাশে মানানসই লাগছিল।

কিছুদিন আগে নেহা ধুপিয়ার মা হওয়ার খবর দেন অঙ্গদ। নিজের টুইটার হ্যান্ডেলে অঙ্গদ পোস্ট করেন নেহার প্রেগন্যান্সির ছবি। ক্যাপশনে লিখেছিলেন, ‘নতুন পথচলা শুরু। আমরা তিনজন। দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদীকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন নেহা ধুপিয়া। মে মাসে মিডিয়ার আড়ালে বিয়ে সেড়েছিলেন তারা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি