ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘দিলবার’র রিমিক্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পুরনো গান নতুন করে পরিবেশন করা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যে তালিকায় সাম্প্রতিকতম সংযোজন ‘দিলবার’। ১৯৯৯ সালে ‘সির্ফ তুম’ সিনেমার জন্য এই গান লিখেছিলেন গীতিকার সমীর। সুর দিয়েছিলেন নদীম-শ্রবণ। সেই গানকেই নতুন করে লিখেছেন সাব্বির আহমেদ। গেয়েছেন নেহা কক্কর, ধ্বনি ভানুশালি ও ইক্কা। তবে নতুন গানকে আলাদা মাত্রা দিয়েছে নোরা ফতেহির বেলি ডান্স।
ইউটিউবে ইতিমধ্যেই অসংখ্য মানুষ গানটি দেখে ফেলেছেন। ১৯৯৯ সালে এ গান দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন সুস্মিতা সেন। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে গিয়েছিলেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। সেখানেই তাকে এ গানটি নিয়ে প্রশ্ন করা হয়। আপাতভাবে নোরার প্রশংসা করলেও কোথাও যেন একটু ক্ষোভের সুর থেকেই গেছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাঙালি সুন্দরী জানান, অত্যন্ত ভালো নেচেছেন নোরা। তার সবচেয়ে ভালো লেগেছে গানের প্রথম দু’টো লাইন। যা খুব সুন্দরভাবে গাওয়া হয়েছে। বেশ ভালো রিমিক্স হয়েছে। নোরা দারুণ করেছে কিন্তু তার এখনও আসল গানটিই পছন্দ। সেটিই তার কাছে সবার আগে থাকবে।

গান দুটির ভিডিও :

নতুন গান-

পুরাতন গান-

সূত্র : সংবাদ প্রতিদিন

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি