ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘দেবী’ মুক্তির সম্ভাব্য তারিখ পেছাল!    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ২০:৩০, ২৮ আগস্ট ২০১৮

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল আলোচিত ছবি ‘দেবী’। গত ১ জুন এমন ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন ছবিটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও ‘দেবী’ মুক্তির সম্ভাব্য তারিখ নিয়ে এক ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের জানান ‘মিসির আলি’ চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরী।

কিন্তু না,৭ সেপ্টেম্বরও মুক্তি পাচ্ছে না ‘দেবী’ সিনেমাটি। এবার পিছিয়ে দেওয়া হল আরও একমাস। মঙ্গলবার ফেসবুকে এক ঘোষণার মাধ্যমে  বিষয়টি জানালেন ‘দেবী’ জয়া আহসান।  

ফেসবুকে জয়া লিখেছেন, কথা ছিল ‘দেবী’ আসছে ৭ সেপ্টেম্বর। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ চলচ্চিত্রটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।‘দেবী’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। আমার শুভাকাঙ্খীদের জন্য আমার উপহার। আর এই উপহার শুভ দিনে শুভক্ষণেই দর্শকদের কাছে তুলে দিতে চাই আমি।   

হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, আহমেদ সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখবার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।আপনাদের এই আগ্রহের প্রতি সম্মান রেখেই আরেকটি মাস আপনাদের কাছে চাইছি।’

জয়া আরও লিখেছেন,’দেবী’ যেহেতু সরকারী অনুদান পেয়েছে, অনুদান কমিটি ছবিটি দেখবেন। আমাদের সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাবার পরপরই আমরা ‘দেবী’ আপনাদের কাছে তুলে দিতে পারবো। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘দেবী’। আশা করছি, আপনারা শুরু থেকে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন, শেষ পর্যন্ত আপনাদের পাশে পাবো।

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে জয়া লিখেছেন, সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা, ছায়ার মত আমাকে সমর্থন করার জন্য। আপনাদের এই ভালোবাসা একজন নতুন প্রযোজক হিসেবে আমার জন্য আশীর্বাদ।

প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলি চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ কে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনম বিশ্বাস। এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের।

কেআই/এসি 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি