ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার আরাধ্যার সঙ্গে কেবিসি খেলবেন অমিতাভ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:৫১, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এবারের ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজনে দাদু-নাতনির খুনসুটি দেখতে পাবে দর্শক। নাতনির আইকিউ টেস্ট নিচ্ছেন দাদু, এমন দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বলিউড প্রেমীরা। দাদু আর কেউ নন, অমিতাভ বচ্চন। আর নাতনি তার আদরের আরাধ্যা।

অল্পদিনের মধ্যেই আবারও টিভির পর্দায় আসছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এবার এই গেম শোয়ের দশ নম্বর সিজন শুরুর আগে চমক দিলেন স্বয়ং সঞ্চালক। আদরের নাতনির সঙ্গে তিনি কেবিসি খেলা শুরু করতে পারেন, এমন কথাই বললেন বিগ বি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিগ বি বলেন, ‘এখনও আরাধ্যার সঙ্গে কেবিসি খেলিনি। কিন্তু দারুণ আইডিয়া এসেছে। এবার বাড়ি গিয়ে খুব শিগগিরই ওর সঙ্গে গেম খেলব।’

তিনি আরও বলেন, ‘আরাধ্যা এখন খুবই ছোট। কিন্তু ওর একটা ধারণা আছে যে, আমি কেবিসি নিয়ে কিছু একটা করি। ও শো-য়ের সিগনেচার টিউনটাও পছন্দ করে।’

এতেই শেষ নয়, ছ’বছরের নাতনি সম্পর্কে দাদু আরও বলেন, ‘ও স্কুলের নানান বিষয় নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ওই স্কুলেও কুইজ হয়। ও খুবই বুদ্ধিমতি।’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি