ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০০ কোটির ক্লাবে পা রাখছে অক্ষয়ের ‘গোল্ড’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘গোল্ড’ ইতিমধ্যেই ব্যাবসা করে ফেলেছে ৯৯ কোটি। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাব ছুঁয়ে যাবে সিনেমাটির আয়।
সিনেমাতে তপন দাসের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। যিনি নিজের সারাটা জীবন হকিকে উৎসর্গ করেছেন। যিনি খুব কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বুঝেছেন। ব্রিটিশ ইন্ডিয়ার কাছে থেকে স্বাধীন ভারত বলার অধিকার ছিনিয়ে নেওয়ার স্বাদ জানেন। বাঙালি তপন বাবু আর তার স্ত্রী মনোবীণার মগজাস্ত্রে ভারতীয় হকি টিম অলিম্পিকে পৌঁছনর সাহস পেয়েছে।
স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের সিনেমা ‘গোল্ড’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ব্যবসা করেছিল ২৫.২৫ কোটি টাকা। পরের সপ্তাহে ব্যবসা একটু পড়ে গেলেও আবার সপ্তাহান্তে এই সিনেমা নিয়ে উন্মাদনা দেখা যায় দর্শকের মাঝে। দ্বিতীয় সপ্তাহের শেষে অর্থাৎ নয়দিন পরে সিনেমার মোট আয় দাঁড়িয়েছিল ৮৯.৩০ কোটি টাকায়। সিনেমার আয় নিয়ে টুইট করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
তবে আবারও দ্বিতীয় সপ্তাহের শেষে মাত্র ৯.৭০ কোটিতেই খুশি থাকতে হয় এই সিনেমাকে। গোল্ডে নিজের পুরোটা দিয়েছেন খিলাড়ি।

তবে সিনেমার ব্যবসার এই ওঠা নামার একটা কারণ ‘সত্যমেব জয়তে’ সিনেমা। জন আব্রাহামের এই সিনেমা বক্সঅফিসে গোল্ডকে টক্কর দিয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি