ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নয়া ভিডিওতে ঝড় তুলেছেন রেখা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সত্তর দশকের কথা। সেই সময়ের অন্যতম হিট গান ‘রফতা রফতা’র রিমিক্স ভার্সান প্রকাশ পেয়েছে। যা ইতিমধ্যে সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে গানের চেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে গানটির ভিডিওত নিয়ে। যে ভিডিওতে ফের একবার স্বমহিমায় দেখা গেছে অভিনেত্রী রেখাকে।
১৯৭৩ সালের সিনেমা ‘কাহানি কিসমত কি’-র গান ছিল ‘রফতা রফতা’। সেই গান ফের একবার নতুন ঘরানায় রিমিক্স-এ উঠে এসেছে। আর গানের ভিডিও-তে রয়েছে মাল্টি স্টারকাস্ট। রয়েছেন রেখা, ধর্মেন্দ্র, সালমান খান, সোনাক্ষী সিনহা, ববি দেওল, সানি দেওল। ধর্মেন্দ্র, সানি, ববি অভিনীত সিনেমা ‘ইমলা, পাগলা, দিওয়ানা’ সিনেমার জন্য এই গানটির শুটিং হয়েছে।
পুরো ভিডিওতে নজর কেড়েছেন রেখা একাই। বিভিন্ন পোশাকের সাজে সকলকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। ষাটোর্ধ্ব অভিনেত্রীর এই নাচ রীতিমত তাক লাগিয়ে দিয়েছে সকলকে।

উল্লেখ্য, কিছুদিন আগে আইফা অ্য়াওয়ার্ডসের মঞ্চে রেখার নাচ রীতিমত অবাক করে দর্শকদের। এবার আবারও একবার সেই চমক দেখালেন তিনি।


সূত্র : অন ইন্ডিয়া
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি