ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানকে বিয়ে নয় সন্তান জন্ম দিতে বললেন রানি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। কিন্তু ভাইজান কবে বিয়ে করবেন? এ প্রশ্ন নিয়ে বহুবার বহু প্রসঙ্গ উঠে এসেছে। সাম্প্রতিককালে ক্যাটরিনার সঙ্গে সালমানের মায়ের একটি ছবি ঘিরেও সালমানের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। আর এমন পরিস্থিতির মধ্যে সালমান খানকে বিয়ে নিয়ে নতুন পরামর্শ দিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।  

সালমান খান সঞ্চালিত অনুষ্ঠান `দশ কা দম` সিজন ৩ -এর গ্র্যান্ড ফিনালে-তে এক মঞ্চে আসতে চলেছেন `করণ -অর্জুন`। শাহরুখ ও সালমানকে এই অনুষ্ঠানে ফের একমঞ্চে দেখা যেতে চলেছে। শুধু সালমান-শাহরুখ নন, এই অনুষ্ঠানে হাজির হন রানি মুখোপাধ্যায়ও। আর অনুষ্ঠানে একটি প্রতিযোগিতার আয়োজন হয়। ওই বিশেষ প্রতিযোগিতায় সালমান শাহরুখের টক্কর হয়। সেখানে সালমানের প্রতিভা দেখে রানি মুখোপাধ্যায় মন্তব্য করেন, `সালমান বিয়ে নয়, এবার সন্তানের জন্ম দাও। `

উল্লেখ্য, মাঝখানে কিছুটা চিড় ধরলেও শাহরুখ সালমানের সম্পর্ক এখনও বেশ মজবুত। আর সেই বন্ধুত্বের হাত ধরে সালমানের সঞ্চালনার এই অনুষ্ঠানে `জিরো` ফিল্মের প্রচারে আসছেন শাহরুখ। আর `দশ কা দম` অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে শাহরুখ রানির যোগদানের এই এপিসোড খুব শিগগিরিই সম্প্রচারিত হতে চলেছে।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি