ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ারিনার প্রেমে মগ্ন সালমানের ভগ্নিপতি আয়ুষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে প্রকাশ্যে আসলো ‘লাভরাত্রি’-র দ্বিতীয় গান। যেখানে আতিফ ইসলামের গলায় ‘তেরা হুয়া’য় মেতে আছে বলিউড। পাশাপাশি ‘তেরা হুয়া’-তে উঠে এসেছে গুজরাটের একাধিক জায়গার ছবি।
সালমান খানের ভগ্নিপতি আয়ুষ শর্মা ‘লাভরাত্রি’ দিয়েই বলিউডে ডেবিউ করছেন। আয়ুষের সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন ওয়ারিনা হুসেন। আয়ুষ-ওয়ারিনার প্রথম সিনেমা বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারবে সেটা এখনই বোঝা যাচ্ছে। ‘লাভরাত্রি’-র প্রথম গান ‘ছোগাডা’ বেশ জনপ্রিয় হয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত সালমান খানও।
চলতি বছর নবরাত্রির সময় মুক্তি পাবে ‘লাভরাত্রি’। যা নিয়ে ইতিমধ্যেই বলিউডে উত্তেজনা শুরু হয়েছে।
শোনা গেছে, ‘লাভরাত্রি’-র জন্য নাকি প্রথমে আয়ুষ শর্মার বিপরীতে সারা আলি খান-কে কাস্ট করার কথা ভেবেছিলেন সালমান খান। কিন্তু, আয়ুষ শর্মার বিপরীতে অভিনয় করে সারা বলিউডে ডেবিউ করবেন না বলে স্পষ্ট জানান সারার মা অমৃতা সিং। মায়ের কথা অনুযায়ী, সালমান খানের প্রোডাকশনকে না করে দেন সাইফ-কন্যা সারা আলি খান।

তবে আয়ুষ-ওয়ারিনার রসায়ন যে বেশ জমে উঠবে তা এই গানটি দেখলেই বোঝা যায়।

নতুন গানটি দেখুন :

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি