ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাশুড়িকে অনুসরণ করেই এগিয়ে যাচ্ছেন কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

জন্মের পর এক বছর পার করেছে তৈমুর আলি খান। শুরু থেকেই পাপারাৎজিদের আগ্রের কেন্দ্রে অবস্থান করছে সে। ক্যামেরার ফ্ল্যাশ সব সময়ই ব্যস্ত হয়ে ওঠে তৈমুরকে দেখে। পাপারাৎজির সামনে কখনও মা কারিনা কাপুর খানের সঙ্গে দেখা যায় তৈমুরকে আবার কখনও বাবা সাইফ আলি খানের সঙ্গে। কিন্তু কারিনা এবং সাইফের তুলনায় নানির সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটায় ছোট্ট নবাব। সন্তান হওয়ার পরও ব্রেক না নিয়ে কীভাবে নিজেকে গ্ল্যামার ‘কুইন’-এর সিংহাসনে বসিয়ে রাখা যায়, তা কারিনা খুব সুন্দরভাবে দেখিয়েছেন।
অপরদিকে তৈমুরের জন্মের কয়েক মাস পরই মা হন সোহা আলি খান। পতৌদি পরিবারের অভিনেত্রী মেয়ের গর্ভে জন্ম নেয় ইনায়া নাউমি খেমু। মেয়ের জন্মের পর থেকে এখনও পর্যন্ত সোহাকে সিলভার স্ক্রিনে দেখা যায়নি। ইনায়াকেই নিয়েই কেটে যায় সোহার সময়।
সেই দিক থেকে কারিনা পুরোটাই ভিন্ন। তৈমুরকে সামলে, শুটিং করে ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন সমান তালে। মা হওয়ার পর সমান দক্ষতায় কীভাবে ক্যারিয়ার সামলানো যায়, তা শাশুড়ি শর্মিলা ঠাকুরের কাছ থেকেই শিখেছেন কারিনা। বলিউড ক্রিটিকদের কথায়, শর্মিলা ঠাকুরের বেশিরভাগ হিট সিনেমাই নাকি তার মা হওয়ার পর। অর্থাৎ মা হওয়ার পর পরই আস্তে আস্তে বলিউডের ‘স্বপ্ন কি রানি’ হয়ে ওঠেন শর্মিলা ঠাকুর। আর শাশুড়ি মায়ের রীতি অনুসরণ করেই এবার বলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন কারিনা কাপুর খান।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি