ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা: দিশা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা ঋত্বিক রোশন ও অভিনেত্রী দিশা পাটানির এক সঙ্গে অভিনয় করার কথা ছিল যশরাজ ফিল্মসের একটি চলচ্চিত্রে। কিন্তু দিশা নাকি ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কারণ ঋত্বিক নাকি তার সঙ্গে গায়ে পড়ে ভাব জমাতে চেয়েছিলেন। আর তাতেই বলিউড এ অভিনেত্রীর অস্বস্তি। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে গত কয়েক দিন ধরে এমন সংবাদ প্রচার হচ্ছিল।

এ ধরণের সংবাদ মিথ্যা ও দায়িত্বহীন বলে উড়িয়ে দিয়ে দিশা বলেন, তাকে ও ঋত্বিক রোশনকে ঘিরে এমন সংবাদ দায়িত্বহীন ও ছেলেমানুষী গল্প ছাড়া আর কিছুই নয়।  

এ অভিনেত্রী বলেন, ‘আমি বলতে চাই এগুলো সম্পূর্ণ মিথ্যা। তার সঙ্গে আমার যে অল্প কিছু সময় কথা হয়েছে, তাতে মনে হয়েছে তিনি অসাধারণ হাসিখুশি ও সম্মানি ব্যক্তি। ব্যক্তিগতভাবে তার প্রতি সম্মান রয়েছে বলেই এই তুচ্ছ বিষয়ে কথা বলতে হচ্ছে। তার সঙ্গে কোনো প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর খবরেরও কোনো সত্যতা নেই।’

এদিকে তাকে ঘিরে এমন খবরে ভীষণ চটেছেন ঋত্বিক রোশন। টুইটারে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে সেগুলোকে ‘আবর্জনা’ বলে উল্লেখ করেছেন ডুগ্গু (ঋত্বিকের ডাকনাম)।

বর্তমানে দিশা পাটানি আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির কাজ করছেন।    

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি