ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সোনমের নতুনরূপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বরাবরই নিত্যনতুন স্টাইল নিয়ে হাজির হন তিনি। আনন্দ আহুজার সঙ্গে বিয়ে, পরবর্তী সময়ে ‘ভিরে ডি উইডিং’ সিনেমার সফলতার পর আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন এ অভিনেত্রী। আনুজা চৌহানের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত সোনমের নতুন সিনেমা ‘দ্য জয়া ফেক্টর’। এতে সোনম পর্দা ভাগাভাগি করেছেন মালায়ামের জনপ্রিয় অভিনেতা ডুলকার সালমানের সঙ্গে।

জানা গেছে, চিরচেনা লুকের বাইরে গিয়ে বিচিত্র ঢেউ খেলানো চুল, আঁটসাঁট গেরুয়া রঙের পোশাকে নতুন সোনমকে আবিস্কার করতে পারবেন ভক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বোন রিয়া কাপুর এমন একটি ছবি শেয়ার করেন। আর তা নিয়ে শুরু হয়েছে লাইক কমেন্টের ছড়াছড়ি। তাতে বাদ যাননি ঋষি কাপুর থেকে শুরু করে সোনমের ভাই অর্জুন কাপুর পর্যন্ত। অর্জুন মজা করে কমেন্ট করেন, ‘কী সুন্দর দেখাচ্ছে। তবে আমার স্যুট কিন্তু ফেরত চাই।’

ঋষি কাপুর লেখেন, ‘সবাই নতুনভাবে সোনমকে আবিস্কার করবে বলেই আমার বিশ্বাস।’

সূত্র : ক্যাস নিউজ 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি