ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানকে বিয়ে না করে সন্তান জন্ম দেওয়ার পরমর্শ রানির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সালমান খানের রিয়েলিটি শো ‘দশ কা দম’। যদিও শেষের এপিসোডের এখনও টেলিকাস্ট হয়নি। কিন্তু, শাহরুখ খানের ফ্যান ক্লাবের পক্ষে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে শাহরুখ খান, সালমান খান এবং রানি মুখার্জিকে একসঙ্গে দেখা যায়। শুধু তাই নয়, ওই শো-এ দেখা যায় বিগ বি অমিতাভ বচ্চনকেও। যদিও সেটা ডামি ছিল।

সম্প্রতি শাহরুখ, সালমান এবং রানিকে একসঙ্গে দেখা যায় ‘দশ কা দম’-এর স্টেজে। ওই অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ, সালমানকে একসঙ্গে দেখে রানি ‘মেরে করণ, অর্জুন আ গ্যায়ে’ বলে চেঁচিয়ে ওঠেন। শুধু তাই নয়, শাহরুখ, সালমানের মধ্যে কে আগে শিশুদের ন্যাপি পাল্টাতে পারেন শুরু হয় সেই প্রতিযোগিতাও। আর সেখানে সালমান অনেকটাই এগিয়ে যান শাহরুখের তুলনায়। যা দেখে রানি বলেন, ‘আব শাদিবাদি ছোড় দো, বাচ্চে প্যায়দা করলো’ অর্থাৎ আর ‘বিয়ে করার দরকার নেই। এবার বাচ্চার জন্ম দাও’। রানির ওই কথা শুনে হেসে ফেলেন শাহরুখ খানও।
শুধু তাই নয়, মেয়েদের মন জয় করতে হলে একটু ভালোভাবে কথা বলতে হয়। সব সময় রাগি রাগি ভঙ্গিতে কথা বললে, মেয়েরা তার কাছে আসবে না বলেও সালমানকে উপদেশ দেন শাহরুখ। কিন্তু, সালমান বলেন, তিনি তো সব সময় মেয়েদের সঙ্গে ভালোভাবেই কথা বলেন। সবকিছু মিলিয়ে হাসিখুশি মজায় ভরে ওঠে ‘দশ কা দম’-এর এই এপিসোড।

সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি