ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে নিয়ে দীপিকার লুকোচুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রনবীর-দীপিকার সম্পর্কের কথা এখন আর অজানা নয়। বলিউডে এখন সবার নজর এই জুটির দিকে। অপেক্ষা বিয়ের বাদ্য বাজার। তবে বিয়ে নিয়ে কখনো মুখ খোলেননি দীপিকা। অথচ চারিদিকে হইচই পড়ে গেছে তার বিয়ে নিয়ে। তবে এবার ভক্তদের ইঙ্গিত দিলেন নায়িকা। জানালেন, ‘খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করব’।

বরাবরই রণবীর সিংয়ের সঙ্গে তার সম্পর্কের আভাস দিয়ে গেছেন দীপিকা কিন্তু মুখ খোলেননি কখনও। শোনা যাচ্ছে আগামী ২০ নভেম্বর গাঁটছড়া বাঁধবেন তারা।

আসলে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে চান না রণ ও দীপি। তাই ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিয়েছেন তারা। এমনকি বিয়েতে নিমন্ত্রিত থাকবেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা।

বলিপাড়ার খবর, বিয়ের আগে দশ দিন ধরে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য পুজা রাখতে চান দীপিকার মা। মায়ের সেই ইচ্ছেকে সম্মান জানাতেই রন-দীপির বিয়ের সেলিব্রেশন শুরু হচ্ছে দশদিন আগে থেকেই।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি