ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিশার ফিরে আসার চেষ্টা, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আবারও নিজের ফর্মে ফিরে এসেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি হাইজাম্পের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দিশাকে ওয়ার্ক আউট করতে দেখা গেছে। শূন্যে লাফ দিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, হাঁটুর চোট সারিয়ে ‘দৃঢ়তা’র সঙ্গে ফিরে আসার চেষ্টা করছি। ব্যাক সাল্টোর প্রথম দিন পারফেক্ট হয়নি কিন্তু শিগগিরই হয়ে যাবে।

হাঁটুতে চোট পাওয়ার ফলে দীর্ঘ সময় বিশ্রামে ছিলেন দিশা। তারপর এখন সম্পূর্ণ সেরে গিয়ে আবার জিমে সময় কাটাচ্ছেন এই ফিটনেসপ্রেমী অভিনেত্রী।

তবে কেউ কেউ বলেছিলেন, দিশা নাকি ঋত্বিকের কারণেই একটি সিনেমা ছেড়ে দিয়েছেন। যদিও দিশা এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন।

উল্লেখ্য, দিশা ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ (২০১৬) দিয়েই বলিউডে যাত্রা শুরু করেন। যদিও এর আগে ২০১৫ সালে তেলেগু সুপারহিট চলচ্চিত্র ‘লোফার’-এ কাজ করেন তিনি। ২০১৭ সালে ভারত ও চীনের যৌথ উদ্যোগে তৈরি সিনেমা ‘কুং ফু যোগা’তে জ্যাকি চ্যনের সঙ্গে অভিনয় করেন দিশা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি