ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কাস্টিং কাউচ’ নিয়ে আবারও মুখ খুললেন রিচা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী রিচা চড্ডা। আগেও একবার বলিউড সিনেমার ‘কাস্টিং কাউচ’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এবার আবারও একটা ওয়েব সিরিজের ক্ষেত্রেও তিনি একই অভিযোগ করলেন।

রিচা ‘কাস্টিং কাউচ’-এর প্রত্যক্ষদর্শী কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি বহুবার এই বিষয়টার সম্মুখীন হয়েছেন।

তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, বড় মাথারা সব বোকা। তবে তখন আমি সবেমাত্র কাজ শুরু করেছিলাম এবং আমি এটা জানতাম আমি এই পথ কখনও অবলম্বন করবো না। কারণ অভিনয় একটা শিল্প এবং আমি এক্ষেত্রে পবিত্রতা বজায় রাখতে চেয়েছিলেম।’

রিচা জানান, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকেও বহুবার বিভিন্ন অসাধু প্রস্তাব পেতে হয়েছে কিন্তু তার মতে নবাগত অভিনেতাদের ‘কাস্টিং কাউচ’-এর থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। ‘ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাইলে মহিলা বা পুরুষ সবাই এই জিনিসটা জানবে। আমি কেবলমাত্র অডিশন দিয়ে কিংবা কেউ আমার সিনেমা দেখে থাকলে তবেই আমাকে আবার একটা সুযোগ দিয়েছে। এটা অনেকটা এলেভেটরের বদলে সিঁড়ি চড়ার মতো, কিন্তু এটাও সম্ভব।’

চলতি বছরের শুরুতে যৌন নির্যাতন বিষয়ে কোরিয়োগ্রাফার সরোজ খানের বক্তব্যের প্রতিবাদ করায় তাকে বিভিন্ন মানুষের বিরাগভাজন হতে হয়েছিল।

সরোজ খান বলেছিলেন, ‘শেষমেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ দেয় এবং আপনাকে ধর্ষণ বা পরিত্যাগ করে না।’

রিচা সেক্ষেত্রে বলেছিলেন, ‘আমার মনে হয় মানুষ আকাশকুসুম ভাবছে। তিনি বলতে চেয়েছেন এটা সব ইন্ডাস্ট্রিতেই হয়, বলিউডকে কেন শুধুমাত্র বলা হচ্ছে?’

সূত্র : এনডিটিভি
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি