ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের মুখে বাঙালি প্রেমিক-জুটির গল্প!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:১০, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মানুষের ভাগ্যে কেউ খণ্ডাতে পারে না। অনেকে এক সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখলেও, তা সত্যি করে তুলতে পারেন না। কারণ ভাগ্যে যা থাকে সেটা বদলানোর ক্ষমতা কারও নেই। রেলের দুটি লাইনের মত সমান্তরালভাবে এগোতে থাকে তাঁদের জীবন। এমনই দুই চরিত্র প্রেরণা আর অনুরাগ। বহু বছর আগে, ভারতীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় অনুরাগ আর প্রেরণার প্রেমকাহিনি, সিরিয়ালের নাম `কসৌটি জিন্দগি কি`। এবার আসছে তার দ্বিতীয় ভাগ।   

দুই বাঙালি প্রেমিক প্রেমিকা জুটি, অনুরাগ আর প্রেরণার কাহিনি ফের একবার নতুন রূপে তুলে ধরছে `কসৌটি জিন্দগিকে ২`। আর এই কাহিনির সূত্রধার এবার বলিউড বাদশা শাহরুখ খান। তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন নতুন যুগের দুই নতুন চরিত্রের সঙ্গে। আর এই কাহিনি ফের একবার রচিত হয়েছে কলকাতাকে ঘিরে। হাওড়াব্রিজ, থেকে গঙ্গা নদী, সমস্ত কিছুই তুলে ধরা হয় সিরিয়ালের দ্বিতীয় ট্রেলারে।

শাহরুখ অভিনীত এই দ্বিতীয় ট্রেলারটি আপাতত ভাইরাল। সদ্য মুক্তি প্রাপ্ত এই ভিডিও ঘিরে ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে ইন্টারনেটে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আসতে চলেছে এই নতুন সিরিয়াল `কসৌটি জিন্দগি কে ২।`

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি