ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৭-তেই প্রথমবার চুমু খেয়েছিলেন আলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের সময় থেকেই নাকি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া ভাট। কিন্তু, রণবীর কাপুরের আগে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও ছিল আলিয়ার দূরন্ত প্রেম। যা নিয়ে বলিউডে জল্পনা কল্পনা কম হয়নি। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন আলিয়া। এরপরই কাপুর-পুত্রের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয় ভাট-কন্যার। কিন্তু, জীবনে কখন প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন আলিয়া, জানেন?

এক সাক্ষাতকারে হাজির হয়ে বলিউড অভিনেত্রী বলেন, স্কুলে পড়ার সময় মাত্র ১৭ বছর বয়সে প্রথম প্রেম আসে তাঁর জীবনে। ওই সময়েই তিনি প্রথম চুম্বন করেন। কিন্তু এক বছরের মাথায় যখন তাঁর সম্পর্ক ভেঙে যায় সেই সময় মন থেকেই তিনিও দুমড়ে মুচড়ে গিয়েছিলেন। প্রথম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু, এরপর গঙ্গা দিয়ে অনেক জলই গড়িয়ে গিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি। যার মধ্যে বরুণ ধাওয়ান এবং অর্জুন কাপুরের নাম উঠে আসে।

তবে সেই সম্পর্কের মেয়াদও বেশিদিন হয়নি। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়েই বি টাউনে জোর জল্পনা শুরু হয়। শোনা যায়,পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে সখ্যতা হওয়ার জন্যই নাকি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গন্ডগোল শুরু হয় আলিয়ার। আর সেই সময়ই আলাদা হয়ে যায় দু’জনের পথ। তবে শুধু আলিয়া নন, সম্পর্কে থাকাকালীন সিদ্ধার্থও নাকি নতুন সম্পর্কে জড়িয়েছিলেন। ওই সময় শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নান্ডেজ-এর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ।

তবে জ্যাকলিনের সঙ্গে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই বলে একাধিকবার দাবি করেছেন সিদ্ধার্থ। পাশাপাশি জ্যাকলিনকেও এ বিষয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি নতুন করে।

সূত্রঃ জি নিউজ

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি