ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আইটেম ড্যান্সে মালাইকার নয়া চমক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বেশ কিছুদিন পর আবারও পর্দা কাপাচ্ছেন মালাইকা অরোরা খান। বড় পর্দায় নয়া আইটেম ড্যান্সে দেখা গেল তাকে। বিশাল ভরদ্বাজের সিনেমা ‘পটাখা’-তে মালাইকার ‘হ্যলো হ্যালো’-আইটেম ড্যান্স ইতিমধ্যে সারাও ফেলে দিয়েছে। গুলজারের কথায় ও রেখা ভরদ্বাজের কণ্ঠে এ গানের মাধ্যমে অনেক দিন পর আবারও তাকে দেখা গেল পূর্বের চেহারায়।

নতুন এই নাচের দৃশ্যে রয়েছে গ্রামীণ মেলার পটভূমি। যা দেখলে কেউ বলতেই পারবে না যে মালাইকার বয়স চল্লিশ পেরিয়েছে। বরং দিন দিন তিনি আরও মোহময়ী হয়ে উঠেছেন।

উল্লেখ্য, মালাইকা অরোরা সুপার মডেল হলেও অনেক বেশি পরিচিত আইটেম ড্যান্সার হিসেবে। একের পর এক সুপারহিট আইটেম ড্যান্স উপহার দিয়েছেন তিনি। বিগত ২০ বছর ধরে সেই ‘ছঁইয়া ছঁইয়া’ থেকে ‘হ্য়ালো হ্যালো’— দিয়ে বলিউডে জায়গা ধরে রেখেছেন তিনি।

বিশাল ভরদ্বাজের বক্তব্য, গানটা হল আমাদের সাম্প্রতিক জীবনের একটা অঙ্গ।

ভিডিও :

 

সূত্র : এবেলা

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি