ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার বরুণের সঙ্গে রোমান্স করবেন সারা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সারা আলি খান। ক্যারিয়ারের প্রথম সিনেমা হিসাবে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ এ দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমাটির শুটিংও শেষ হয়েছে। অপরদিকে রণবীর সিংয়ের বিপরীতে রোহিট শেট্টির পরিচালনার ‘সিম্বা’ তে অভিনয় করছেন সাইফ কন্যা। সেই সিনেমার শুটিং এখনও চলছে। এরই মধ্যে সারার হাতে আরও একটি সিনেমার প্রস্তাব এসেছে।

এবার ডেভিড ধাওয়ানের পরবর্তী অ্যাকশন-কমেডি সিনেমায় বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যেতে পারে সারা আলি খানকে। কিছুদিন আগে মুক্তি প্রাপ্ত ডেভিড ধাওয়ানের নিজের সিনেমারই রিমেক ফিল্ম ‘ম্যায় তেরা হিরো’ ও ‘জুড়বা-২’-এর সাফল্যের পর ফের নিজের আরও একটি সিনেমার রিমেক করার কথা ভাবছেন তিনি। নিজের ফ্যামিলি প্রোডাকশনের এই সিনেমাতে ছেলে বরুণ ধাওয়ানকেই নেওয়ার কথা ভাবছেন পরিচালক। তার বিপরীতে ভাবা হচ্ছে সাইফ-অমৃতার মেয়ে সারাকে।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতেই সারার কাছে বেশ ভালোই কাজের প্রস্তাব আসছে।

প্রসঙ্গত, ডেভিড ধাওয়ান তার `নাম্বর ওয়ান` ফিল্ম সিরিজের জন্য বেশ বিখ্যাত। যেমন ‘কুলি নং ১’ (১৯৯৫), ‘হিরো নং ১’ (১৯৯৭), ‘বিবি নং ১’ (১৯৯৮), ‘জোড়ি নং ১’ (২০০০) এবং ‘শাদি নং ১’ (২০০৫)।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি