ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বর্যকে সরিয়ে ছবিতে বিপাশাকে নেওয়ার গোপন কারণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ১১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৩৮, ১১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গোটা বলিউড তাঁর মতো তারকাকে কুর্নিশ জানায়। বলিউড সুন্দরী ঐশ্বর্যকে নিজেদের ফিল্মে পেতে মরিয়া হয়ে চেষ্টা করেছেন এযাবৎকালের বহু প্রযোজক পরিচালক। তিনি স্টার নন! তিনি বলিউডের সুপারস্টার। কিন্তু এই ঐশ্বর্যউ এবার বাদ পড়লেন ফিল্মে `ও কৌন থি` ছবি থেকে।  

জানা গিয়েছে, ঐশ্বর্যকে সরিয়ে ছবিতে জায়গা করে নিয়েছেন বিপাশা। তবে কেন এতবড় সুপারস্টারকে সরিয়ে সেই জায়গায় বিপাশা বসুকে রাখা হল,তা নিয়ে বেশ গুঞ্জন বলিউডে। বিভিন্ন সূত্রের দাবি, ক্রমাগত বক্স অফিসকে ফ্লপ ফিল্ম দিয়ে চলেছেন ঐশ্বর্য রাই। `জসবা` থেকে `ফ্যানে খান`, প্রতিটি ফিল্মই পর পর মুখ থুবড়ে পড়েছে। আর তার জেরেই সম্ভবত এই ফিল্ম থেকে বেড়িয়ে যেতে হল অ্যাশকে।

উল্লেখ্য, `ফ্যানে খান` ছবির জন্য বেশ কসরৎ করেছিলেন অ্যাশ। তবে সেভাবে সাফল্য পায়নি ছবি। শুধু তাই নয় ,এর আগে সঞ্জয় গুপ্তার ছবি `জাসবা`-এ একইভাবে ফ্লপ হয়। অনেকেরই ধারণা এর ফলে ঐশ্বর্যর কেরিয়ারে বেশ প্রভাব পড়ছে। যার ফল `ও কৌন থি` ছবি থেকে তাঁর বাদ পড়ার ঘটনা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি