ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীপিকা-রণবীরের বিয়েতে চলছে রাজকীয় আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে দীপিকা ও রণবীরের বিয়ে। এই দুই তারকা বিয়ে নিয়ে মুখ না খুললেও , দীপিকার সঙ্গে রণবীরের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া ইতোমধ্যে শুভেচ্ছা বার্তা পোস্চ করেছেন কবীর বেদী।

সূত্রের খবরে জানা গেছে, ইতালির লেক কেমোতে আয়োজিত হচ্ছে রণবীর দীপিকার বিয়ে। ভীষণ গোপনীয়তার সঙ্গে বিয়ে অনুষ্ঠিত হবে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা ছাড়া সেখানে কেই আমন্ত্রিত হচ্ছেন না।

চলতি বছর ১২ নভেম্বর দীপিকা ও রণবীরের বিয়ে হওয়ার কথা রয়েছে। আপাতত বিয়ের বাজারে ব্যস্ত রণবীর ও দীপিকা।

এদিকে, বিয়ে ঘিরে বেশ কিছু কড়া নিয়ম জারি করা হবে বলে জানা গেছে। সমস্ত আমন্ত্রিতদের বলা হয়েছে তারা যেন বিয়ের মণ্ডপের জায়গায় সেল ফোন ব্যবহার না করেন।

 এদিকে দীপিকা বা রণবীর কেই চাইছেন না যে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আসুক। তবে বিয়ে নিয়ে কিছুতেই মুখ খুলতে রাজি হচ্ছেন না রণবীর এবং দীপিকা।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

এমএইচ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি