ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুবাই মাতাবেন মৌসুমী-ওমর সানী ও অপু বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে দুবাই গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা মৌসুমী-ওমরসানী ও অপু বিশ্বাস। আগামীকাল ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তারা।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘প্রবাসী বাঙালিরা বাংলা সিনেমা, নাটক ও গান নিয়মিত দেখেন। তারা আমাকে কতটা পছন্দ করেন তাদের সঙ্গে কথা না বললে বোঝা যায় না। তাই প্রবাসীদের জন্য যেকোনো আয়োজনে না করতে পারি না। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে তার পরদিনই হয়তো ঢাকায় ফিরবো।’

অনুষ্ঠানটি প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোই লাগে। আমরা ছাড়াও অনেকেই অনুষ্ঠানটিতে অংশ নেবেন।’

অপু বিশ্বাস বলেন, ‘প্রবাসি বাঙালিরা আমাদের দেশের সিনেমা নাটক অনেক পছন্দ করেন। অবসর সময়ে আমাদের কাজের খোঁজখবর নেন। বিদেশের মাটিতে কিছু শো করতে গিয়ে সেটা বুঝতে পেরেছি।’

প্রথমে বাহরাইন যাচ্ছেন অপু। সেখানে বিশ্রাম নিয়ে ১৩ সেপ্টেম্বর একটি শো-তে অংশ নেবেন। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একটি শো-তে অংশ নিবেন। পরের দিন ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

মৌসুমি-ওমর সানী, অপু ছাড়াও দুবাই এর এই অনুষ্ঠানে কণ্ঠশিল্পী প্রতীক হাসান, তাসনিম আনিকা, কমেডিয়ান আবু হেনা রনি অংশ নেবেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি