ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রীর সঙ্গে আয়ুষ্মানের উদ্দাম নৃত্য ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিকি ডোনার সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন আয়ুষ্মান খুরানা। এরপর আসে ‘দম লাগাকে হাইশা। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আয়ুষ্মানকে। এবার ‘বাধাই হো দিয়ে আয়ুষ্মান ভক্তদের মন জয় করার পালা।

এরই মধ্যে মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘বাধাই হো’-র ট্রেলর। তাতে আয়ুষ্মান খুরানা এবং তার ৫০ পেরোনো মায়ের গল্প চমক সৃষ্টি করেছে। অপরদিকে ‘বাধাই হো’র শুটিং শেষ হওয়ার আগে আয়ুষ্মান খুরানা এবং শানায়া মালহোত্রা দিল্লিতে পার্টি করেছেন। যেখানেই আয়ুষ্মান এবং শানায়াকে একসঙ্গে নাচতে দেখা যায়। তাও আবার ‘তু চিজ বড়ি হে’-র সুরে।

নতুন এই সিনেমার গল্পে দেখা যাবে- ঠিক যখন গার্লফ্রেন্ডের সঙ্গে বাগদান পর্ব সারতে যাবেন, তখনই খবর পেলেন তার নিজের মা অন্তঃস্বত্তা। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল ছেলের। বাবা-মায়ের যৌন জীবনের ফলাফল বান্ধবীকে জানাতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় ছেলেকে। এমনই গল্পে আসছে ‘বাধাই হো’।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি