ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরিবারের সদস্যদের গুরুত্ব বোঝে না আরাধ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আরাধ্যা বচ্চন। ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে। তারকা পরিবারেই জন্ম তার। তারকা কিড হয়েই জীবন শুরু করেছে সে। কিন্তু তারকা পরিবারে জন্মগ্রহণ করেও পরিবারের সদস্যদের জনপ্রিয়তার গুরুত্ব এখনও সে বোঝে না। মেয়ের সম্পর্কে এই মন্তব্য করেছেন অভিষেক বচ্চন।

সম্প্রতি সাংবাদিকদের অভিষেক বলেন, ‘আরাধ্যা এখনও সবটা বোঝে না। ও জানে আমরা অভিনেতা। আমাদের সিনেমা টিভিতে দেখা যায়। ওর ঠাকুমা পার্লামেন্টে যায়, সেটাও সে জানে। কিন্তু আমার বাবা-মা বা দাদু-ঠাকুমা বিখ্যাত, এই বোধটা ওর এখনও তৈরি হয়নি। যতটা সম্ভব সাধারণ ভাবে ওকে বড় করা যায়, সে চেষ্টাই আমরা করছি। আর এ ব্যাপারে ঐশ্বরিয়াকে আমি সব কৃতিত্ব দেব। সে আরাধ্যাকে আগলে রাখে।’

উল্লেখ্য, দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন অভিষেক। অনুরাগ কাশ্যপ পরিচালিক ‘মনমরজিয়া’ মুক্তির অপেক্ষায়। অভিষেকের সঙ্গে ওই সিনেমাতে স্ক্রিন শেয়ার করেছেন তাপসী পান্নু এবং ভিকি কৌশল। 

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি