ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাস্টিং কাউচের শিকার আয়ুষ্মান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘কাস্টিং কাউচ’ এখন আর নতুন কোন শব্দ নয়। শোবিজের খুবই পরিচিত শব্দ এটি। এতোদিন শুধু শোনা গেছে মেয়েরাই এর শিকার হন। কিন্তু শুধু মহিলারাই নয়, এর শিকার হতে হয় পুরুষদেরও। এবার সে বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।

সম্প্রতি একটি চ্যাট শো-এ গিয়ে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ সম্পর্কে খোলাখুলি নিজের মত প্রকাশ করেছেন আয়ুষ্মান। সেখানে তিনি জানান, এর শিকার তিনিও।

আয়ুষ্মানের কথায়, ‘এক সমকামী কাস্টিং ডিরেক্টর ছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমার যৌনাঙ্গ দেখতে চাই, অনুভব করতে চাই। আমি তো শুনে হাসতে শুরু করেছিলাম। বলেছিলাম, কী বলছ তুমি জান? তুমি কি সিরিয়াস?’

আয়ুষ্মানের মতে, এ হেন ঘটনা কম-বেশি সকলকেই হয়তো মোকাবিলা করতে হয়। কিন্তু সোজাসুজি এর জবাব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এর আগে টিভিতে অ্যাঙ্কারিং করার সময়ও নাকি তার কাছে এ ধরণের প্রস্তাব এসেছিল।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি