ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলন’র তারিখ ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮

আবারও আয়োজন করা হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ২০১৯ সালের জানুয়ারী মাসে এ উৎসব শুরু হবে। ইতিমধ্যে উৎসবের প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। সেই সঙ্গে ঘোষিত হয়েছে ‘পঞ্চম আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলন-এর দিনক্ষন।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- শ্লোগান নিয়ে আগামী ১০-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর মধ্যে আগামী ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে উৎসবের উল্লেখযোগ্য ও আলোচিত ইভেন্ট  ‘পঞ্চম আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলন’।

প্রতিবারের মতো এবারও রাজধানীর আলিয়ঁস ফ্রসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ আয়োজন।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি