ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২৬ এ জোনাস, হবু বরের জন্মদিনে কী করলেন প্রিয়াঙ্কা? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা চোপড়ার হবু বর নিক জোনাসের আজ জন্মদিন। ১৬ সেপ্টেম্বর আরও এক বছর বয়স বেড়ে গেল নিক জোনাসের। রবিবার নিজের ২৬ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন নিক। তবে এই দিনটা শুধু নিকের কাছেই নয়, দেশি গার্ল প্রিয়াঙ্কার কাছেও বেশ স্পেশাল। আর কারণটা সবার জানা। তাই এবছর জন্মদিনটা নিক যে হবু স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে সেলিব্রেট করবেন সেটাই স্বাভাবিক নয় কি?

তবে শুধুই প্রিয়াঙ্কা নন, এদিন নিকের জন্মদিন সেলিব্রেট করতে হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরা ও বন্ধু-বান্ধবরা। ইনস্টাগ্রামে নিক জোনাসের বিশেষ একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে নিককে নীল রঙের একটি জামা পরে থাকতে দেখা গেছে। আর তিনি একটি গাড়িতে ক্যামেরার দিকে না তাকিয়ে বসে রয়েছেন। ক্যাপশানে প্রিয়াঙ্কা লিখেছেন, `জন্মদিনের সপ্তাহ শুরু হল`।      

এছাড়াও সোশ্যাল সাইটে লস অ্যাঞ্জেলসে নিকের জন্মদিনের সেলিব্রেশনের আরও একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যেখানে প্রিয়াঙ্কা ছাড়াও আরও বেশকিছু বন্ধু-বান্ধব ও নিকের ভাই জো জোনাসকে দেখা যাচ্ছে। হাতে কিছু নগদ টাকা নিয়ে মুখ ঢেকে রয়েছেন জো। ক্যাপশানে প্রিয়াঙ্কা লিখেছন `বার্থডে হ্যাং`।

শোনা যাচ্ছে আগামী মাসেই ২৬ বছরের নিকের সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন ৩৬ বছরের প্রিয়াঙ্কা।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি