ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ভুত হয়ে আসছেন সায়ন্তনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মেয়েটি বেশ সুন্দরী ও স্মার্ট। একনজর তাকে দেখলেই প্রেমে পড়ে যায় সবাই। তবে সে সুন্দরী মেয়ে হলেও মানুষ নয়, ভুত। অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। আসলে সন্তোষ পি জয়কুমারের পরিচালনায় প্রথম তেলুগু সিনেমায় অভিনয় করছেন সায়ন্তনী। এখনও পর্যন্ত নাম ঠিক না হওয়া সিনেমাটি হরর সেক্স কমেডি। আর সেখানেই সায়ন্তনী এক সেক্সি ভুতের ভূমিকায় অভিনয় করছেন।

সম্প্রতি সিনেমার প্রথম পর্বের শুটিং চেন্নাইতে শেষ করে কলকাতা ফিরেছেন অভিনেত্রী। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে হবে সিনেমার বাকি অংশের শুটিং।

এ বিষয়ে সায়ন্তনীর বলেন, ‘শুটিংয়ের প্রথম দিন একটু আনকমর্ফটেবল ছিলাম। কারণ প্রথম দিনই একটা সিডাকটিভ গান শুট করেছি। কস্টিউমও অন্যরকম। এটা কর্মাশিয়াল সিনেমা। আর হিরোর সঙ্গে সেটে গিয়ে প্রথম আলাপ। কিন্তু ইউনিটের সবাই এত ভালো আমাকে খুব কমর্ফটেবল ফিল করিয়েছে।’

এই চরিত্রের জন্য চরম ডায়েটে রয়েছেন বলে জানালেন সায়ন্তনী। ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টায় তিন বার খাচ্ছেন। বাকি সময়টা থাকছেন না খেয়ে। পাশাপাশি চলছে শরীরচর্চাও।

আগামী ১২ অক্টোবর সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ এবং অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হইচই আনলিমিটেড’ মুক্তি পাবে। দু’টি সিনেমাতেই দেখা যাবে সায়ন্তনীর অভিনয়।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি