ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক অভিনেতা আমার পিঠে হাত বোলাতে চেয়েছিলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

হলিউডের পাশাপাশি বলিউডেও ‘কাস্টিং কাউচ’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। হলিউডে এটি নিয়ে #MeToo movement-এ নাম লিখিয়েছেন বহু অভিনেতা, অভিনেত্রী। অনেকেই তাদের সঙ্গে কর্মস্থলে ঘটা যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। সেই ধারাবাহিকতায় বলিউডেও এটি নিয়ে মুখ খুলছেন অনেকে। সম্প্রতি সানি লিওনও বিষয়টি নিয়ে কথা বলেন। তাই বলে সব অভিনেত্রীই যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তেমনটা নয়। অনেকেই এখনও চুপ রয়েছেন। এবার নতুন করে এই সারিতে নাম লেখালেন অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘ইন্ডিয়া টুডে মাইন্ড রক ২০১৮’তে বলিউডের অনেক বিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী।

৩৩ বছর বয়সি রাধিকা বলেন, ‘শুধু মহিলারাই নয়, এক্ষেত্রে পুরুষদেরও বিষয়টি নিয়ে মুখ খোলা দরকার। আর তা হলেই কাস্টিং কাউচের ঘটনা আটকানো যাবে।

এ সময় নিজের ভয়ানক এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রাধিকার কথায়- ‘সম্প্রতি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। শুটিং সেরে আমি আমার ঘরে ফেরার জন্য লিফটে উঠছি, ঠিক সেই সময় একই লিফটে আরও এক ব্যক্তি উঠেছিল। ওই ব্যক্তিও আমার সঙ্গে একই ফিল্মে কাজ করছিল। তবে আমাদের মধ্যে তেমন কথা হয়নি। আসলে কথা বলার প্রয়োজন পড়েনি। লিফটে হঠাৎই ওই ব্যক্তি আমায় বলল, ‘আমার জানার দরকার রাতে কী কোনওভাবে আমাকে তোমার প্রয়োজন হতে পারে? মধ্যরাতে এসে আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিতে পারি।’

রাধিকা আরও জানান, ‘যদিও ওই সিনেমার শুটিং সেটের পরিবেশ অনেকটাই স্বাভাবিক ও স্বচ্ছন্দ ছিল। তবে ওই ঘটনার কথা আমি সিনেমার পরিচালককে জানিয়েছিলাম। তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে পরিচালক আমায় জানিয়েছিলেন আসলে ওই ব্যক্তি এধরনের পরিবেশেই অভ্যস্ত। তাই ওর পক্ষে বোঝা সম্ভব হয়নি যে এটা আমার কাছে খুবই অস্বস্তিকর, অপমানজনক ছিল। পরে অবশ্য ওই ব্যক্তি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন।’

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি