ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানি লিওনের ভাংড়া নাচের ভিডিও ভাইরাল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী সানি লিওন তার ইনস্টগ্রাম একাউন্টে নতুন একটি নাচের ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে অন্যরকম এক নাচ দেখিয়েছেন সানি। শনিবার মুম্বাই বিমানবন্দরে ধারণ করা এই ভিডিও প্রকাশ করেছেন সানি।   

ভিডিওতে দেখা যায়, সানি লিওন তার দলের সঙ্গে পাঞ্জাবি গানের সঙ্গে ভাংড়া নাচ করছেন। মেহেদীর গান ‘বোলো তারা রারা’ গানে নাচছেন তিনি। সানিকে দেখে শেষ পর্যন্ত তার দলের অন্য সদস্যরাও নেচেছেন এই গানে। একই সঙ্গে এই ভিডিওটি পোস্ট করে, সানি লিখেছেন যে, তিনি এবং তার দল পাগলামি করতে পারলে আর কিছু চান না।

আর তাদের এই পাগলামির ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। সানির এমন নাচ এর আগে কেউ দেখেনি।

প্রসঙ্গত, সম্প্রতি সানির জীবনী নিয়ে একটি ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছে। ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’- নামের এই ওয়েব সিরিজ নিয়ে বেশ চর্চাও হয়েছে। করণজিত্ কউর থেকে সানি লিওন হওয়ার নেপথ্য কাহিনীই তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে। প্রথব পর্বের সাফল্যের পর শুরু হতে চলছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বও।

ভিডিও লিঙ্ক: https://www.instagram.com/p/Bnvj0RzFlRX/?taken-by=sunnyleone

এসি   
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি