ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

তেলেগু ছবিতে বাংলাদেশি মেঘলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৮ সেপ্টেম্বর ২০১৮

এবার তেলেগু ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা। ‘সাকালা কালা ভাল্লাভুডু’ নামের ছবিটিতে মেঘলার বিপরীতে অভিনয় করেছেন তেলেগু ছবির পরিচিত মুখ তানিস্ক রেড্ডি। সম্প্রতি শিবা গণেশ পরিচালিত এবং ইউভেন টুরিস্ট টকিং অ্যান্ড সিমভা প্রযোজিত ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ছবির শুটিং, গান, ডাবিং সবকিছুই শেষ। অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেলে তৈরি করা হয়েছে ‘সাকালা কালা ভাল্লাভুডু’। সব কিছু ঠিক থাকলে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই মুক্তি পাবে ছবিটি।

হায়দরাবাদে অডিশন দিয়ে গত বছরের ডিসেম্বরে এ ছবিতে অভিনয়ের সুযোগ পান মেঘলা। ছবিটিতে অভিনয়ের জন্য তেলেগু ভাষা শিখতে হয়েছে তাকে। ছবিটির শুটিং শুরু হয়েছিল ৫ জানুয়ারি। তামিলনাড়ু, কেরালা ও রামুজি ফিল্ম সিটিতে এ ছবির শুটিং হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে মডেলিংয়ের পাশাপাশি মেঘলা অভিনয় করেছেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’ এর মতো ছবিতে। তবে এ সব ছবিতে মেঘলার চরিত্রের পরিসর ছিল ছোট। বড় চরিত্রে এই প্রথম দেখা যাবে অভিনেত্রীকে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি