ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আনুশকার মা হওয়ার গুঞ্জন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর থেকে সুখেই দিনযাপন করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ের পর এই প্রথম মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘সুইধাগা’। সিনেমাটির প্রচারণার একটি ভিডিও প্রকাশিত হতেই গুঞ্জন শুরু, শিগগিরই মা হতে চলেছেন আনুশকা!

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রচারণার সময় একজনের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন অভিনেত্রী। কিন্তু চেয়ারে বসা থেকে উঠে দাঁড়াতে বেশ কষ্ট করতে দেখা গেল আনুশকাকে। চেয়ারের হাতলে ভর দিয়ে উঠে দাঁড়ান তিনি। এ ছাড়া তার পরনের পোশাকটিও ছিল বেশ ঢিলেঢালা। এমন পোশাক সচরাচর নায়িকারা তখনই পরেন যখন তারা গর্ভবতী থাকেন।

তবে আনুশকা আসলে গর্ভবতী নন। কারণ অনেকেই জানেন, মেরুদণ্ডের বিরল এক রোগে ভুগছেন আনুশকা। এক জায়গায় বেশিক্ষণ বসতে পারেন না নায়িকা। এর জন্য শুরু করেছেন চিকিৎসা। কিন্তু এখনও রোগ সম্পূর্ণ নিরাময় হয়নি।

এখনও পর্যন্ত বিরুষ্কার পক্ষ থেকে কোনও ঘোষণা আসেনি। তবে এর আগে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রকাশিত হয়েছিল। সেবার কোহলি বলেছিলেন, এখনই সন্তানের কথা ভাবছেন না তারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি