ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নায়লা নাঈমকে সানি লিওনের সঙ্গে তুলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮

বলিউড অভিনেত্রী সানি লিওন। হট ও খোলামেলা অভিনয় দিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। এবার তার সঙ্গে তুলনা করা হয়েছে বাংলাদেশের মডেল নায়লা নাঈমকে।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও স্টোরিতে নায়লা নাঈমকে ‘বাংলাদেশের সানি লিওনি’ বলে অভিহিত করা হয়। নায়লার একাধিক ছবি সম্বলিত ভিডিও স্টোরিটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

বিষয়টিকে নায়লা নাঈম ইতিবাচকভাবেই দেখছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এক’শ কোটি মানুষের দেশে তার অনেক ভক্ত আছে, তিনি তো এখন স্টার। তার সঙ্গে ‍যদি আমার তুলনা করা হয় তাহলে এটা তো খারাপ কিছু না, ভালো। সালমান খান, আমির খানরা তাকে নিয়ে কাজ করছেন।’

নায়লা নাঈম আরও বলেন, ‘ভারতে সানি লিওনের প্রচুর ভক্ত আছে। আর বাংলাদেশে আমার প্রচুর ভক্ত আছে। মূলত সেগুলোরই তুলনা করা হয়েছে।’

উল্লেখ্য, র‌্যাম্প মডেল হিসেবে শোবিজে যাত্রা করেন বরিশালের মেয়ে নায়লা। পরে মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, টিভি নাটকে অভিনয় করে আলোচনায় আসেন। ফেইসবুকে নিজের বোল্ড ছবি পোস্ট করে  একাধিকবার সমালোচনার মুখে পড়েন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি