ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনার সঙ্গে কাইফের সম্পর্ক

কি মন্তব্য সাবেক ক্রিকেটারের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ব্যাট হাতে তাকে না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন তিনি। নিয়মিত ভক্তদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন এই ক্রিকেটার। মাঝে মাঝে ভক্তদের প্রশ্নের উত্তরও দেন কাইফ। সম্প্রতি তিনি টুইটারে ভক্তদের সঙ্গে খোলা মেলা আলাপে (#আস্ককাইফ) অংশ নিয়েছিলেন। সেখানে এক ভক্ত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে তাকে প্রশ্ন করেন। কারণ দুজনের পদবী একই।

এ সময় মোহাম্মদ কাইফকে এক ভক্ত প্রশ্ন করেন, ‘স্যার, ক্যাটরিনা কাইফের সঙ্গে কি আপনার সম্পর্ক আছে? না থাকলে আপনি কি মনে করেন ভবিষ্যতে সে সুযোগ আছে?’

এর উত্তরে কাইফ জানেন, ‘এখনো হয়নি। আমি এরই মধ্যে সুখী বিবাহিত জীবনযাপন করছি। কিন্তু ক্যাটরিনার পদবি কীভাবে কাইফ হলো, তার একটি মজার গল্প শুনেছিলাম। ওই গল্প অনুযায়ী আমার নামের সঙ্গে এর একটি সংযোগ আছে।’

উল্লেখ্য, বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফকে দেখা যাবে ‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমাতে। এতে অভিনয় করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। রয়েছেন সুপারস্টার আমির খান ও ‘দঙ্গল’ খ্যাত ফাতিমা সানা শেখ।

যশরাজ ফিল্মস-এর সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে ‘থাগস অব হিন্দোস্তান’।

সূত্র : বলিউড লাইফ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি