ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

আবারও অভিনয়ে ফিরছেন জোলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২০ সেপ্টেম্বর ২০১৮

অ্যাঞ্জেলিনা জোলির ভক্ত ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। এর আগে ভক্তদের হতাশ করে অভিনয় থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে ছিলেন। স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ ও সন্তানদের লালন-পালনের দায়িত্ব নিয়ে ঝামেলার মধ্যে ছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এ কারণেই হয়তো অভিনয় থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করেন তিনি। নতুন করে খবর প্রকাশ পেয়েছে যে, আবারও ফিরছেন জোলি। ‘দ্য কেপ্ট নামের একটি থ্রিলারনির্ভর সিনেমার মাধ্যমে প্রত্যাবর্তন ঘটছে তার। ২০১৪ সালে প্রকাশিত জেমস স্কটের উপন্যাস অবলম্বনে তৈরি হবে সিনেমাটি।

সিনেমার গল্পে দেখা যাবে, একটি বাড়িতে এক মা ও তার ১২ বছরের ছেলে ছাড়া সবাই রহস্যজনকভাবে খুন করা হয়। এরপর সেই ছেলেকে নিয়ে অপরাধীদের বিরুদ্ধে অভিযানে নামেন ওই নারী। ওই নারীর চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘বাই দ্য সি’ সিনেমাতে সর্বশেষ দেখা গিয়েছিল অ্যাঞ্জেলিনা জোলিকে। এরপর মাঝের প্রায় তিন বছর আর কোনো সিনেমাতে দেখা যায়নি হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে। এ সময় অবশ্য বার বার আলোচনায় এসেছেন ব্যক্তিগত বিষয় নিয়ে। এর মধ্যে ব্র্যাড পিটের সঙ্গে সংসার জীবনের বিচ্ছেদ।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি