ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেহার ‘বেবি বাম্প’ নিয়ে মজা করলেন কাজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নেহা ধুপিয়া। কিছুদিন আগে অনেকটা গোপনেই তড়িঘড়ি করে বিয়ে করেন তিনি। তখন গুঞ্জন ওঠে, অন্তঃসত্ত্বা বলেই গোপনে বিয়ে করেছেন অভিনেত্রী। তবে গণমাধ্যমে গুঞ্জন উঠলেও ওই সময় নেহা দম্পত্তি এটি অস্বীকার করেন। কিন্তু এটি কি আর গোপন করা যায়? অবশেষে গুঞ্জনই সত্যিতে রুপ নেয়। এই মুহূর্তে নিজের গর্ভাবস্থা বেশ উপভোগ করছেন নেহা। নিজের গর্ভাবস্থা নিয়ে বেশ উত্তেজিত তিনি। এ কারণেই মাঝেমাঝে ক্যামেরার সামনে স্টাইলিশ পোজে ধরা দিচ্ছেন অভিনেত্রী। পার্টি এবং পুরস্কার অনুষ্ঠানেও মঞ্চ কাঁপিয়ে যাচ্ছেন তিনি। নেহার শো ‘নো ফিল্টার নেহা’তেও উপস্থিত অতিথিদের সঙ্গে বেশ চনমনে দেখা যায় তাকে। নিজের ‘বেবি বাম্প’ নিয়ে মজার সব ছবিও পোস্ট করেন নেহা।

সম্প্রতি নেহা ধুপিয়ার এই শোতে উপস্থিত হন বলিউড অভিনেত্রী কাজল। নেহার ‘বেবি বাম্প’ দেখে নিজেই উত্তেজিত হয়ে পড়েন কাজল, খেলতে শুরু করে দেন। আর সেই মুহূর্তের স্মৃতিই ধরা পড়েছে ক্যামেরায়।

উল্লেখ্য, গর্ভাবস্থাকালীন নেহার স্টাইল যেমন নজন কাড়ছে ঠিক তেমনই আলোচনায় উঠে এসেছে নেহার ফ্যাশন সেন্সও। কালো ট্রাউজার্সে র‍্যাপার স্টাইল হোক বা গণেশ চতুর্থীর দিনে লম্বা আনারকলি স্যুট- নেহা গর্ভাবস্থায় দারুণ সব পোশাকে ধরা দিয়েছেন। হানিমুনের ছবিগুলিতেও নেহার চমৎকার ফ্যাশন দেখা গিয়েছে। এখন পর্যন্ত এমন কোন বলিউড অভিনেত্রী নেই  যিনি তার গর্ভাবস্থাকে এত ফ্যাশনেবলভাবে উপভোগ করেছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি