ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার সানিতে মজলেন বিগ বসের ভজন গায়ক জালোটা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৪৩, ২০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিগ বস নিয়ে আলোচনা এখন তুঙ্গে। জ্যাসলিন মাথারুর সঙ্গে অনুপ জালোটার সম্পর্ক নিয়ে যখন জোর গুঞ্জন শুরু হয়েছে, সেই সময় ভজন গায়ক কি করলেন জানেন? বিগ বসের ঘরে বসে অনুপ জালোটা মজে গেলেন সানি লিওনে। কি অবাক লাগছে শুনে?

যেখানে সানি লিওনের ‘বেবি ডল’ গাইতে শোনা গেল অনুপ জালোটাকে। অনুপ জালোটার ওই গানের সঙ্গে নাচতে দেখা যায় বসের ঘরের প্রতিযোগীদের। শুধু তাই নয়, ভজন গায়কের গলায় যখন ‘বেবি ডল’ শুরু হয়, তখন অবাক হয়ে যান দর্শকরাও।

এদিকে মেয়ের সঙ্গে অনুপ জালোটার সম্পর্ক কখনওই মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন জ্যাসলিনের বাবা কেশর মাথারু। অনুপ জালোটার সঙ্গে তাঁর মেয়ে গত ৩ বছর ধরে লিভ ইন করছেন, সে কথা মাথরু পরিবারের কেউ ঘুনাক্ষরেও টের পাননি বলেও জানিয়েছেন জ্যাসলিনের বাবা।

পাশাপাশি তিনি আরও বলেন, জ্যাসলিন যদি অনুপ জালোটার সঙ্গে যোগাযোগ রাখেন শো-এর পর থেকে, তাহলে তাঁদের সঙ্গে মেয়ের কোনও সম্পর্ক থাকবে না। অনুপ জালোটার সঙ্গে জ্যাসলিনের সম্পর্ক তিনি কখনও কোনওভাবে মেনে নিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন কেশর মাথারু। যদিও জ্যাসলিন বা অনুপ জালোটার তরফে এ বিষয়ে কোনও পাল্টা মন্তব্য করা হয়নি।

এদিকে অনুপ জালোটার সঙ্গে জ্যাসলিন মাথারুর সম্পর্ক নিয়ে অন্য কারও বেশি ভাবনা চিন্তা করা উচিত নয়। দু’জন প্রাপ্ত বয়স্ক মানুষ একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্ক রাখবেন, সে বিষয়ে অন্য কারও মাথা না ঘামালেও চলবে বলে মন্তব্য করেন টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্দে। জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি