ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিকের জন্য সব অর্থ বিলিয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ২১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নিক জোনাস। প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠ বন্ধু। অভিনেত্রীর চেয়ে বয়সে ছোট ছেলেটি ছাব্বিশ বছরে পা দিলেন। জন্মদিনে বান্ধবী প্রিয়াঙ্কা চোপড়া তাই নিককে চমকে দিলেন।

মার্কিন পপস্টার নিক জোনাসের ২৬ বছরের জন্মদিনে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন, তার সমস্ত অর্থ তিনি নিককে দিতে পারেন। অর্থাৎ নিকের জন্য তিনি জীবনের সমস্ত অর্থ এবং সঞ্চয় বিলিয়ে দিতে কোনওভাবে পিছপা হবেন না।

কিছুদিন আগে মুম্বাইতে মার্কিন পপস্টারের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন বলিউডের ‘দেশি গার্ল’। প্রিয়াঙ্কার জুহুর বাংলোয় বসে পিগি এবং নিকের রোকার আসর। নিয়ম মেনে রোকা পালনের পর ধুমধাম করে হয় নিক-প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টি। এনগেজমেন্ট পার্টি উপলক্ষে সেখানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠরা। আলিয়া ভাট থেকে বিশাল ভরদ্বাজ, সঞ্জয় লীলা বনশালিরা সেখানে হাজির হন নিক- প্রিয়াঙ্কাকে আশির্বাদ করতে। শুধু বলিউড তারকা নন, নিক-প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টিতে হাজির হন আম্বানিরাও।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি