ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘রণবীরের সঙ্গে আমার রসায়ন জমবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পরিবারের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন কারিনা কাপুর খান। সম্প্রতি মালদ্বীপ থেকে ঘুরে এসে নতুন সিনেমার কাজ শুরু করে দিয়েছেন তিনি। নতুন সিনেমা ‘তখত’ এ দেখা যাবে বেবো বেগমকে। ‘বীরে দি ওয়েডিং’ সুপার হিট হওয়ার পর এখন কারিনার ঝুলিতে দু’দুটো চলচ্চিত্র।

একদিকে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ সিনেমাতে অভিনয় করছেন কারিনা, অন্যদিকে তখত-এ রণবীর সিংয়ের বোনের চরিত্র দেখা যাবে তাকে। 

৩৮এর জন্মদিনের শুভক্ষণে একা সাক্ষাৎকারে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারিনা। তার কথায়, এ বছরটা ব্যক্তিগত ও পেশাদারি জীবন দুদিক থেকেই বেশ খুশি তিনি।

এদিকে রণবীর কাপুরের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন কিনা- সেটা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আমি রণবীরের সঙ্গে অভিনয় করতে চাই। এটা একটা দারুণ ব্যাপার হবে, রণবীরের সঙ্গে আামর রসায়নটা দেখার মতো হবে। আমি ওকে ভীষণ ভালোবাসি। তাই এমন প্রস্তাব এলে কখনওই না করব না, আশা করি, কেউ না কেউ আমাদের জন্য চিত্রনাট্য লিখবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি