ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

(ভিডিও দেখুন)

চোখ মারার পর এবার থাপ্পড় মারলেন প্রিয়া প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়া প্রকাশের কথা মনে আছে নিশ্চই! চোখ মেরে ভাইরাল হওয়া সেই মেয়েটি। যার মোহময়ী চোখটেপার ইশারায় মগ্ন হয়ে গিয়েছিলেন সব বয়সি মানুষ। সেই প্রিয়া প্রকাশ ভারিয়ার সিনেমা ‘ওরু আদার লাভ’র নতুন আরেকটি গান মুক্তি পেয়েছে।

প্রিয়া প্রকাশের সহ-অভিনেতা হিসেবে সিনেমায় রয়েছেন রোশন আব্দুল রাহফ। ‘ওরু আদার লাভ’ সিনেমার এই ‘ফ্রিক পেন্নে’ গানটি বেশ আকর্ষণীয়ভাবেই চিত্রায়িত হয়েছে। বিলাসবহুল গাড়ির সারি এবং কমবয়সী ছেলে মেয়েদের নাচতে দেখা যাচ্ছে এই ভিডিওতে। র‍্যাপিং এর সঙ্গে মিশ্রিত এই গানটি মুক্তি পাওয়া মাত্রই ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই অসংখ্য মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও।


এই গানের একটি দৃশ্যে দেখা যাচ্ছে যখন অভিনেতা রোশন আব্দুল অভিনেত্রী প্রিয়া প্রকাশকে চুমু খেতে যাচ্ছেন তখন প্রিয়া জোরে থাপ্পড় মারছেন তাকে। নতুন এ গানে তার হাসি আর মিষ্টি মুখ ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। রোশন এই সিনেমায় প্রিয়ার প্রেমে পাগল। তবে প্রিয়া প্রকাশের চাহনি, তার মুখের অভিব্যক্তি এই গানে আলাদাই প্রাণ যোগ করেছে। 

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি